আমাদের নোটিশ

নোটিশ
Apr

15

  • 19:00
  • মাতৃভুমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার

১৫ এপ্রিল, ২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির ৮ম সভা আগামী ১৫ এপ্রিল, ২০২৫ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ০৭-০০ ঘটিকায় মাতৃভুমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার (বিশ্ব রোড), চট্রগ্রাম এ অনুষ্ঠিত হবে। উক্ত গুরুত্বপূর্ণ এই সভায় কার্যনির্বাহী কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। সভার আলোচ্য বিষয়সমূহঃ- ------------------------------------ ০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং অনুমোদন। ০২। শোক প্রস্তাব প্রসংগে। ০৩। বনভোজন, ২০২৫ ( সন্দ্বীপ পর্ব )এর হিসাব উপস্থাপন প্রসংগে। ০৪। ইফতার ও দোয়া মাহফিল,২০২৫ এর হিসাব উপস্থাপন প্রসংগে। ০৫। নির্বাচন কমিশন গঠন প্রসংগে। ০৬। বিবিধ। অনুরোধক্রমে, মোঃ সুজাউদ্দৌলা (সুজন) সাধারণ সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

Mar

07

  • 17:00
  • মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়,চট্টগ্রাম।

কার্গিল_ইফতার_ও_দোয়া_মাহফিল_২০২৫

প্রিয় কার্গিলিয়ান, আসসালামু আলাইকুম, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকল দাতা সদস্য, আজীবন সদস্য ও কার্গিলিয়ান ভাই-বোনদেরকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। তারিখ: ৭ মার্চ ২০২৫ ইংরেজি, ৬ রমজান ১৪৪৬ হিজরি, রোজ শুক্রবার। স্থান: মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়,চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন: প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলম, সভাপতি, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। ধন্যবাদান্তে, মো: সুজাউদ্দৌলা সুজন সাধারণ সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। ----------------------------------------------------------------------- প্রচারেঃ মোঃ আবদুল হালিম নাসির প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

Jan

25

  • 08:30

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২)

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২) ============================= আল্লাহর রহমতে কার্গিল বনভোজন সন্দ্বীপ পর্বের সব আয়োজন সুসম্পন্ন হয়েছে। ★ স্থান- স্কুল ক্যাম্পাস ★ তারিখ- ২৫ জানুয়ারি ২০২৫ ইং ★ আয়োজনে থাকবে:- ১। প্রাক্তন কার্গিলিয়ান ও পরিষদের দাতা সদস্য জনাব মো: শওকত তালুকদার মিল্টন এর পৃষ্ঠপোষকতায় হোসনে আরা-আবদুল মালেক তালুকদার মেধা বৃত্তি ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। ২। কার্গিল ব্যাচ ১৯৯১ এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান। ৩। প্রাক্তন কার্গিলিয়ান (ব্যাচ-২০০০) ডা: আকবর হোসেন এর সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪। প্রাক্তন কার্গিলিয়ান জনাব লিয়াকত আলী চৌধুরীর সৌজন্যে ক্রিড়া ইভেন্টের পুরস্কার। ★ বনভোজন আয়োজনের সময় সূচী ও বিভিন্ন ইভেন্টের দায়িত্ব প্রাপ্তদের তালিকা। ★বি: দ্র:-- আপনাদেরকে সকাল ৮.৩০ মিনিটের মধ্যে স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদান্তে মো: সাইফুর রহমান লিংকন। প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সাধারণ সম্পাদক। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ

Jan

04

  • 09:00
  • চট্টগ্রাম বোট ক্লাব।

২২তম_কার্গিল_বনভোজন - ২০২৫

#২২তম_কার্গিল_বনভোজন - ২০২৫ স্থান:- চট্টগ্রাম বোট ক্লাব। তারিখ:- ০৪-০১-২০২৫ শনিবার। =============================== কার্গিলিয়ানদের ২২তম আয়োজন। এতোবারের আয়োজনে চট্টগ্রামের আশেপাশের উল্লেখযোগ্য প্রায় সব ভেন্যুতে কার্গিলিয়ানদের পায়ের স্পর্শ পড়েছে। তাই নতুন ভালো ভেন্যু পাওয়া দুরূহ। আমাদের প্রচেষ্টা থাকে সবক্ষেত্রে আগের আয়োজনকে ছাড়িয়ে যাওয়ার। এজন্য আমাদের বনভোজন আয়োজন কমিটি সচেষ্ট হয় আকর্ষনীয় স্থানের খোঁজে। এবারের ভেন্যু, অনেক কাছে, অনেক আকর্ষনীয় ছবির মতো সাজানো এক স্থান। এখানে আধুনিক মন প্রকৃতিকেকে দিয়েছে প্রানবন্ত রূপ। ঝকঝকে তকতকে সুপরিসর অডিটোরিয়াম, আর বিনোদনের নানা উপকরণে সমৃদ্ধ এক অসাধারণ গন্তব্য বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতিষ্ঠান #_চট্টগ্রাম_বোট_ক্লাব। আশা করছি, এবারের গন্তব্যে গমনের পথটাও বৈচিত্র্যময় হবে - যা মনে শান্তির পরশ দেবে, রোমাঞ্চিত করবে। আমাদের ২২তম কার্গিল বনভোজনের গাড়িগুলো আগামী ৪ জানুয়ারী, শনিবার সকাল ৮-০০টায় 'মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়, চট্টগ্রাম' হতে রওনা দিবে। এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ৮ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার এন্ট্রি কুপন উদ্বোধনের মধ্য দিয়ে। এন্ট্রি কুপন সংগ্রহ করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। এন্ট্রি কুপন সংগ্রহের জন্য যোগাযোগ করুন :--- ০১। মো: সাইফুর রহমান লিংকন, আহবায়ক, ০১৮১৪-৮৮৭১৫৫ ০২। মো: আলতাফ হোসেন, সদস্য সচিব, ০১৭১১-৯৭১৫৯৫ ০৩। রুহুল মুহিদ চৌধুরী পিন্টু, সদস্য, ০১৯৭২-৭৮৮৬২৩ ০৪। আনোয়ার হোসেন মিলন, সদস্য অর্থ, ০১৭১৫-৩২২৬২১ ০৫। মোশাররফ হোসেন দিদার, সদস্য, ০১৭১১-১৭৫৬৭৪ ০৬। মুজিবুর রহমান জাহিদ, সদস্য, ০১৭৩৩-৩৬৬৫১০ ০৭। আবদুল হালিম নাসির, সদস্য প্রচার, ০১৭১৭-০৯০১০২ ***বিশেষ যোগাযোগ : মোঃ আলতাফ হোসেন, মাতৃভূমি কমিউনিটি সেন্টার (বিকাল ৫টা হতে রাত ১১টা)

Oct

30

  • 18:30
  • মাতৃভুমি কমিউনিটি সেন্টার

৩০শে অক্টোবর , ২০২৪ ইং তারিখের সভার বিজ্ঞপ্তিঃ-

Feb

02

  • 19:00
  • মাতৃভুমি কমিউনিটি সেন্টার

০২ ফেব্রুয়ারি , ২০২৪ ইং তারিখের সভার বিজ্ঞপ্তি

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা

Jan

26

  • 08:00
  • "ঠান্ডাছড়ি রিসোর্ট ( ফতেহাবাদ, হাটহাজারী লিংক রোড়, চট্টগ্রাম)

২১তম কার্গিল বনভোজন, ২০২৪

২১তম কার্গিল বনভোজন, ২০২৪

Dec

05

  • 18:30
  • মাতৃভূমি কমিউনিটি সেন্টার

কার্যনির্বাহী কমিটির ২য় সভা-২০২৩

আসসালামু আলাইকুম। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির ২য় সভা আগামী ০৫ ডিসেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ - ৩০ ঘটিকায় মাতৃভুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

Sep

01

  • 17:30
  • মাতৃভূমি কমিউনিটি সেন্টার

দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ আগামী ০১ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার বিকাল ৫.৩০ টা মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় পরিষদের সম্মানিত উপদেষ্টা বৃন্দ, দাতা সদস্য, আজীবন সদস্য ও প্রাক্তন কার্গিলিয়ানদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।