আমাদের নোটিশ

২২তম_কার্গিল_বনভোজন - ২০২৫

#২২তম_কার্গিল_বনভোজন - ২০২৫ স্থান:- চট্টগ্রাম বোট ক্লাব। তারিখ:- ০৪-০১-২০২৫ শনিবার। =============================== কার্গিলিয়ানদের ২২তম আয়োজন। এতোবারের আয়োজনে চট্টগ্রামের আশেপাশের উল্লেখযোগ্য প্রায় সব ভেন্যুতে কার্গিলিয়ানদের পায়ের স্পর্শ পড়েছে। তাই নতুন ভালো ভেন্যু পাওয়া দুরূহ। আমাদের প্রচেষ্টা থাকে সবক্ষেত্রে আগের আয়োজনকে ছাড়িয়ে যাওয়ার। এজন্য আমাদের বনভোজন আয়োজন কমিটি সচেষ্ট হয় আকর্ষনীয় স্থানের খোঁজে। এবারের ভেন্যু, অনেক কাছে, অনেক আকর্ষনীয় ছবির মতো সাজানো এক স্থান। এখানে আধুনিক মন প্রকৃতিকেকে দিয়েছে প্রানবন্ত রূপ। ঝকঝকে তকতকে সুপরিসর অডিটোরিয়াম, আর বিনোদনের নানা উপকরণে সমৃদ্ধ এক অসাধারণ গন্তব্য বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতিষ্ঠান #_চট্টগ্রাম_বোট_ক্লাব। আশা করছি, এবারের গন্তব্যে গমনের পথটাও বৈচিত্র্যময় হবে - যা মনে শান্তির পরশ দেবে, রোমাঞ্চিত করবে। আমাদের ২২তম কার্গিল বনভোজনের গাড়িগুলো আগামী ৪ জানুয়ারী, শনিবার সকাল ৮-০০টায় 'মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়, চট্টগ্রাম' হতে রওনা দিবে। এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ৮ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার এন্ট্রি কুপন উদ্বোধনের মধ্য দিয়ে। এন্ট্রি কুপন সংগ্রহ করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। এন্ট্রি কুপন সংগ্রহের জন্য যোগাযোগ করুন :--- ০১। মো: সাইফুর রহমান লিংকন, আহবায়ক, ০১৮১৪-৮৮৭১৫৫ ০২। মো: আলতাফ হোসেন, সদস্য সচিব, ০১৭১১-৯৭১৫৯৫ ০৩। রুহুল মুহিদ চৌধুরী পিন্টু, সদস্য, ০১৯৭২-৭৮৮৬২৩ ০৪। আনোয়ার হোসেন মিলন, সদস্য অর্থ, ০১৭১৫-৩২২৬২১ ০৫। মোশাররফ হোসেন দিদার, সদস্য, ০১৭১১-১৭৫৬৭৪ ০৬। মুজিবুর রহমান জাহিদ, সদস্য, ০১৭৩৩-৩৬৬৫১০ ০৭। আবদুল হালিম নাসির, সদস্য প্রচার, ০১৭১৭-০৯০১০২ ***বিশেষ যোগাযোগ : মোঃ আলতাফ হোসেন, মাতৃভূমি কমিউনিটি সেন্টার (বিকাল ৫টা হতে রাত ১১টা)

অনুষ্ঠান সূচি

অনুষ্ঠানের ঠিকানা

চট্টগ্রাম বোট ক্লাব।