সাধারণ সম্পাদকের প্রতিবেদন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

দ্বি-বার্ষিক সাধারণ সভা (২০২১-২০২৩) সাধারণ সম্পাদক এর

প্রতিবেদন

তারিখ : ০১/০৯/২০২৩ ইং
আজকের দ্বি-বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, দাতা সদস্য, আজীবন সদস্য পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, কার্য নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সভায় উপস্থিত সকলের প্রতি রইল আমার ও কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ হতে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম।

সম্মানিত উপস্থিতি,
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় মেয়াদে দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করার সুযোগ পাওয়ায় পরিষদের কার্যনির্বাহী কমিটি ও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজকের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করার প্রারম্ভে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরিষদের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট সামাজিক রাজনৈতিক, ক্রিড়া, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম হেদায়েতুল ইসলাম মিন্টু, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক, পরিষদের কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম মোঃ আবু ইউসুফ রিপন, প্রাক্তন কার্গিলিয়ান মরহুম এ.এল.বি দুজা ও পরিষদের সাবেক উপদেষ্টা জনাব ইউসুফ তালুকদার সহ ইতিমধ্যে আমাদের ছেড়ে যে সকল শিক্ষকবৃন্দ, প্রাক্তন কার্গিলিয়ানবৃন্দ এবং প্রাক্তন কার্গিলিয়ানদের পরিবারের যারা চির বিদায় নিয়েছেন তাদের আতœার মাগফিরাত কামনা করছি।

প্রিয় কার্গিলিয়ান ভাই ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রতিষ্ঠার ইতিহাস। ১৯৯৯ সালে কার্গিল ব্যাচ ১৯৯৩ একটি পুনর্মিলনী আয়োজন করে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে জনাব আবদুল মতিনকে (ব্যাচ-১৯৯৩) আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানটি ২১/০১/১৯৯৯ ইং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বিভিন্ন বক্তা সব কার্গিলিয়ানদেরকে একই প্ল্যাটফর্মে একত্রিত করে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের উপর অভিমত পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে পরদিন জনাব আবদুল মতিনের সভাপতিত্বে (২২/০১/১৯৯৯ ইং) পরিষদ গঠন ও পরবর্তী করণীয় নিয়ে আবার সবাই মিটিং করে। পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৪/০৪/১৯৯৯ ইং একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেন, যার প্রথম সভাপতি হিসেবে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব ডা. মোঃ কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন রেজভীকে মনোনীত করেন এবং “কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” হিসেবে নামকরণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি আমরা সে ধারাবাহিকতা বজায় রেখে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।

কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২৩ দায়িত্ব গ্রহণঃ গত ১৪/০৯/২০২১ ইং হালিশহরস্থ বেলীফ রেষ্টুরেন্ট-এ এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণ করার পর আমরা এ পর্যন্ত মোট ৮ (আট) টি কার্যনির্বাহী কমিটির সভা ও ১ (এক)টি বিশেষ সাধারণ সভা করেছি।

বার্ষিক বনভোজনঃ বর্তমান কমিটি, ২০২২ সালে কনকর্ড সী-ওর্য়াল্ড, ২০২৩ সালে বোটানিক্যাল গার্ডেন (চট্টগ্রাম বিশ^বিদ্যালয়) ও গত ১৮ই ফেব্রæয়ারী-২০২৩ স›দ্বীপ-এ কার্গিল বনভোজন ও মিলন মেলার আয়োজন করেছি।

ইফতার ও দোয়া মাহফিলঃ ২০২২ সালে কার্গিল ব্যাচ ১৯৯৩ সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং ২০২৩ সালে প্রাক্তন কার্গিলিয়ানদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছি।

সম্মাননা প্রদানঃ গত ১৩ই জানুয়ারী ২০২৩ কার্গিল বনভোজন অনুষ্ঠানে পেশাক্ষেত্রে সাফল্য অর্জন করায় প্রাক্তন কার্গিলিয়ানদেরকে সম্মাননা প্রদান করা হয়। (১) ডাঃ মোঃ আবদুল জলিল (২) ডাঃ মোঃ মনিরুল আলম (৩) অধ্যাপক ড. আবদুর রহিম (৪) অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মনির (৫) অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী (৬) ইকবাল করিম নিশান। এছাড়াও গত ১৮ই ফেব্রæয়ারী ২০২৩ সন্দ্বীপে কার্গিল বনভোজন অনুষ্ঠানে সন্দ্বীপ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মাহফুজুর রহমান মিতা এবং সন্দ্বীপ পৌরসভা মেয়র প্রাক্তন কার্গিলিয়ান জনাব মোক্তাদের মাওলা সেলিম-কে সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা ও বিজয় দিবসঃ ২০২১, ২০২২ ও ২০২৩ ইং সালে চট্টগ্রামস্থ গরিবে নেওয়াজ হাই স্কুল ও স›দ্বীপস্থ কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পরিষদের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়।

স্কুলের প্রধান গেইট দক্ষিনমুখী সন্দ্বীপ পৌরসভার মূল রাস্তার সাথে সংযুক্তকরণঃ স্কুলের দক্ষিণ দিকের খাস জমিটি স্কুলের নামে বরাদ্দ দিয়ে উক্ত জায়গার উপর দিয়ে গেইট দক্ষিণের মূল রাস্তার সাথে সংযুক্ত করার জন্য সন্দ্বীপের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মাহফুজুর রহমান মিতা’র ডিও লেটার দিয়েছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অদ্যাবধি কাজটি সমাধান করা যায়নি। তৎকালীন সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল হুদা গেইট করার জন্য জোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ২০১৯ ইং শেষ দিকে প্রমোশন নিয়ে অন্যত্র বদলী হয়ে যান। এরপর দুইজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন এসেছেন। আবার ২০২০-২০২১ সালে কোভিড-১৯ এর কারণে কাজটি স্থবির হয়ে আছে। তারপরও আমরা সন্দ্বীপ পৌরসভার মেয়র জনাব মোক্তাদের মাওলা সেলিম, ইউএনও, উপজেলা এ.সি ল্যান্ড (ভ‚মি) ও মাননীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করে যাচ্ছি। এ বিষয়ে গত ২২শে আগষ্ট ২০২৩ সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ‚মি)’র সাথে যৌথভাবে মিটিং করেছি। সভায় ইউএনও সাহেব আশ^স্থ করেছেন আগামী ডিসেম্বর এর মধ্যে গেইট ও রাস্তা করে দিবেন। আশা করব পরবর্তী কার্যনির্বাহী কমিটি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

মেধাবৃত্তি ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তাঃ প্রাক্তন কার্গিলিয়ান আমেরিকা প্রবাসী জনাব মোঃ শওকত তালুকদার মিল্টন এর অর্থায়নে “হোসনে আরা-আবদুল মালেক তালুকদার” নামে মেধাবৃত্তি ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার ধারাবাহিতা বজায় রেখে ১৮ই ফেব্রæয়ারী’২০২৩ প্রদান করা হয়েছে।

চিকিৎসা সহায়তাঃ বর্তমান কার্যনির্বাহী ২০২১ সালে প্রাক্তন কার্গিলিয়ানের বোন মরহুমা শাহেদা চৌধুরীর দুরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা বাবদ ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা প্রদান করেন।

গঠনতন্ত্র : ২০১৮ সালে প্রণীত কার্গিল গঠণতন্ত্র কিছু ধারা সংশোধন করে গত ৩১/০৩/২০২৩ ইং তারিখে ১ম সংশোধনী বিশেষ সাধারণ সভায় অনুমোদন নিয়ে নতুনভাবে প্রিন্টিং করা হয়েছে।

কার্গিল ডাইরেক্টরী : গত ২৪ ফেব্রæয়ারী ২০১৭ সালে প্রকাশিত আমার সম্পাদনায় কার্গিল ডাইরেক্টরী-২০১৭ আজ জনাব মোঃ আলতাফ হোসেনের সম্পাদনায় কার্গিল ডাইরেক্টরী (২য় সংস্করণ) মোড়ক উন্মোচন করা হবে। আমরা সাধ্যনুযায়ী বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা করে চেস্টা করেছি সবাইকে অন্তভর্‚ক্ত করার জন্য আশা করছি ভবিষ্যতে ৩য় সংস্করণের মাধ্যমে আরও যুগপোযুগি করে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ডাইরেক্টরী ২০২৩ এ দাতা সদস্য ৩১ জন আজীবন সদস্য ২৮৮ জন এবং ব্যাচ ভিত্তিক ৮৩৪ জন এর নাম অন্তভর্‚ক্ত হয়েছে। ডাইরেক্টরী ২য় সংস্করণ প্রকাশনা উপ কমিটির আহবায়ক মোঃ নিজাম উদ্দীন রেজভী, কমিটির সম্পাদক জনাব মোঃ আলতাফ হোসেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, পরিষদের সম্মানিত উপদেস্টাবৃন্দ, সম্মানিত সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

বিভিন্ন আয়োজনে উপ কমিটি সমূহঃ

আয়োজন সাল আহবায়ক সদস্য সচিব
ইফতার ও দোয়া মাহফিল ২০২২ জনাব মোঃ সুজাউদ্দৌলা সুজন জনাব আনোর হোসেন মিলন
ইফতার ও দোয়া মাহফিল ২০২৩ জনাব দাউদ খালেদ চৌধুরী জনাব আতাউল আজিম পারভেজ
বনভোজন ২০২২ জনাব মোঃ আলী জনাব দাউদ খালেদ চৌধুরী
বনভোজন ২০২৩ জনাব মোঃ সুজাউদ্দৌলা সুজন জনাব অধ্যাপক মনিরুজ্জামান মনির
গঠনতন্ত্র সংশোধন ২০২২ জনাব মোঃ মোশারফ হোসেন জনাব নিজাম উদ্দিন রেজভী
ডাইরেক্টরী ২য় সংস্করণ ২০২২ জনাব নিজাম উদ্দিন রেজভী জনাব মোঃ আলতাফ হোসেন
ওয়েবসাইট ২০২৩ জনাব অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী জনাব মোঃ হাসান মাহমুদ রিয়াদ

দাতা ও আজীবন সদস্যঃ
আমাদের কার্গিল পরিষদের সর্বমোট দাতা সদস্য ৩১ জন ও আজীবন সদস্য ২৮৮ জন। পরিষদের স্বার্থে সবাইকে দাতা ও আজীবন সদস্য হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

কার্গিল পরিষদের ওয়েবসাইট: কার্গিল পরিষদের উদ্যোগে আজ ওয়েবসাইট উদ্ভোধন হতে যাচ্ছে। ওয়েবসাইট তৈরিতে কমিটির সম্মানিত আহবায়ক জনাব ড. ফয়সাল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব জনাব হাসান মাহমুদ রিয়াদ সহ অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিয় কার্গিলিয়ান, সাধারণ সম্পাদক হিসেবে গত ০৯/০৪/২০১৭ ইং (২০১৭-২০১৯, ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩) থেকে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন কালে বর্তমান কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাঃ মোঃ দেলওয়ার হোসেন ও সাবেক সভাপতি ইঞ্জিঃ সামসুল মাওলা মনির দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় কার্য পরিচালনা ক্ষেত্রে উৎসাহ পেয়েছি। দায়িত্ব পালনের সময় নীতি নৈতিকতা বজায় রেখে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে কার্যক্রম পরিচালিত করেছি।

দায়িত্ব গ্রহণ করে গত তিন মেয়াদে কার্যনির্বাহী কমিটির সার্বিক সহযোগিতায় কার্গিল পরিষদকে নতুনভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে সাংগঠনিকরূপে পরিচালিত করেছি যেমনঃ-

১। গঠণতন্ত্র প্রণয়ন (২০১৮) এবং প্রথম সংশোধনী।
২। কার্গিল ডাইরেক্টরী-২০২৩ (২য় সংস্করণ)।
৩। পরিষদের দাতা সদস্য, আজীবন সদস্য ও কার্গিলিয়ানদের মাঝে আলাদা আলাদাভাবে পরিষদের কার্যক্রম ঝগঝ এর মাধ্যমে জানানোর উদ্যোগ
৪। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এই নামে ফেইসবুক চালু।
৫। কার্গিল পরিষদের নামে ন্যাশনাল ব্যাংকে একাউন্ট চালু।
৬। নিয়মিতভাবে কার্গিল হাই স্কুলে বৃত্তি ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান।
৭। স্কুলে খন্ডকালীন শিক্ষক নিয়োগ।
৮। কার্যনির্বাহী কমিটির জন্য ম্যাসেঞ্জার গ্রুপ।
৯। চিকিৎসা সহায়তা।
১০। স্কুল প্রাঙ্গনে বড় আকারের শহিদ মিনার নির্মাণ।
১১। কার্গিল পরিষদের নামে একটি ওয়েবসাইট (www.kargilian.org) চালু।
১২। সন্দ্বীপ পৌরসভা রাস্তার সাথে স্কুলের মূল গেইটটি দক্ষিণমুখী করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ।
১৩। কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে পরিষদ পরিচালনায় বিভিন্ন খরচ নির্বাহ করা।

এছাড়াও ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ সময় থেকে বর্তমান সেশন পর্যন্ত প্রাক্তন কার্গিলিয়ানদের কাছ থেকে অনুদান নিয়ে আমরা নিম্ন প্রদত্ত বিভিন্ন খাতে ব্যয় করেছি (এখানে বড় আকারের অনুদান ও ব্যয়ের হিসাব পেশ করলাম)

১। প্রাক্তন কার্গিলিয়ানদের চিকিৎসা সহায়তা - ৯,৯৩,৪৩৪/- টাকা।
২। হোসনে আরা-আবদুল মালেক তালুকদার মেধা বৃত্তি ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা - ২,১০,০০০/- টাকা।
৩। খন্ডকালীন শিক্ষকের বেতন বাবদ অনুদান - ৬৮,০০০/- টাকা।
৪। স্কুলে শহীদ মিনার - ৪,৫৪,৬৯৭/- টাকা।
৪। ইফতার খাতে (২০২২-২০২৩) - ৩,৭৪,৯৬৫/- টাকা।
(আংশিক হিসাব) সর্বমোট= - ২১,০১,০৯৬/- টাকা।


কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যাবতীয় কার্যক্রম “মাতৃভূমি কমিউনিটি সেন্টার” (নয়াবাজার বিশ্ব হালিশহর, চট্টগ্রাম) থেকে পরিচালিত হয়। উক্ত স্থানটি পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। যার কারণে কার্গিল পরিষদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করছি। তাই আজকের সভায় আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ আলতাফ হোসেন (সাংগঠনিক সম্পাদক, কার্গিল পরিষদ (ব্যাচ-১৯৯৩) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি (জনাব মোঃ আলতাফ হোসেন কার্গিলের প্রাক্তন স্বনামধন্য শিক্ষক মরহুম আবদুল মালেক স্যারের ছেলে)।
কার্গিল পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের একটাই পরিচয় আমরা কার্গিলিয়ান। দলমতের উর্দ্ধে থেকে আমাদেরকে পরিষদের উন্নয়নে এক ও অভিন্ন থাকতে হবে। পরিষদের মূল উদ্দেশ্য হলো দেশে এবং বিদেশে অবস্থানরত কার্গিলিয়ানদের একত্রিত করে পরিষদের কার্যক্রম আরো বেগবান করা।
পরিষদের গত ২ (দুই) বৎসর সহ ২০১৭ সাল থেকে আমার দায়িত্বকালিন সময়ের সংক্ষিপ্ত কার্যক্রম আপনাদের সামনে লিখিত আকারে প্রতিবেদনটি উপস্থাপন করলাম। দায়িত্ব পালন করতে যেয়ে, আমার বা কার্যনির্বাহী কমিটির অনিচ্ছকৃতা কোন প্রকার আচরণে যদি কারো মনেকষ্টের কারণ হয়ে থাকে, সেজন্য আমি/আমরা দুঃখ প্রকাশ করছি।
পরিষদের পরবর্তী কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) এর প্রতি আমার প্রস্তাব সমূহঃ
১। স্কুলের প্রধান গেইটটি দক্ষিনমূখী করা।
২। স্কুলে মানসম্মত পাঠদান ও আরো শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা। (সরকারি ও খন্ডকালীন)
৩। সন্দ্বীপের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা।
৪। সন্দ্বীপের গুণিজনদের সংবর্ধনা দেয়া।
৫। সন্দ্বীপে অবস্থানরত প্রাক্তন কার্গিলিয়ানদের কথা বিবেচনা করে আগামীতে সন্দ্বীপের চট্টগ্রামের ন্যায় কার্গিল বনভোজন ও মিলনমেলার আয়োজন করা।

পরিশেষে সকল কার্গিলিয়ানকে পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আবারও আহŸান জানিয়ে আজকের দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনটি এখানে শেষ করছি। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দীর্ঘজীবি হোক।

আল্লাহ হাফেজ

(মোঃ সাইফুর রহমান লিংকন)
সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি-২০২১-২০২৩
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।