কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত “কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে কার্গিল পরিষদ নিয়ম নীতি ও গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে।
মানুষ সামাজিক জীব এবং নিয়ম শৃঙ্খলা ছাড়া সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে উন্নতি লাভ করতে পারে না। আর এ উন্নতির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। সমাজের উন্নয়ন ঘটলে জাতির উন্নয়ন ঘটে। কার্গিল পরিষদের মূল উদ্দেশ্য হল, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে পারষ্পরিক যোগাযোগ, সম্প্রীতি, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান, অধ্যয়নরত ছাত্র-ছাত্রী দের পড়ালেখায় উৎসাহ প্রদান, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে চিকিৎসা সহায়তা, অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও মেধা বৃত্তি প্রদান, বার্ষিক মিলন মেলা ও বনভোজন, ইফতার ও দোয়া মাহফিল এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। কার্গিল পরিষদের মূল ভিত্তি হবে শান্তি শৃঙ্খলা রক্ষা, সেবা, দেশের প্রতি আনুগত্য এবং স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখা। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ই সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঐক্যের প্রতিক।

প্রাক্তন কার্গিলিয়ানদের মধ্যে থেকে যে কেউ দাতা ও আজীবন সদস্য হতে পারবেন।

"ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়”এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কার্গিল পরিষদ সন্দ্বীপের অন্যতম শিক্ষা ও সামাজিক সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন কার্গিলিয়ানরা কার্গিল পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ। কার্গিল পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

ডাঃ মোঃ দেলওয়ার হোসেন

সভাপতি

president@kargilian.org

১৯০২ সালে প্রতিষ্ঠিত কার্গিল হাই স্কুল সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কালে কালে সব বাধা কাটিয়ে জন্ম দিয়েছে অনেক মেধাবি ছাত্র-ছাত্রী। কার্গিল পরিষদ সন্দ্বীপে অন্যান্য সামাজিক সংগঠন গুলোর চেয়েও অনেক মর্যাদার স্থানে অবস্থান করছে।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের বহুল কাঙ্ক্ষিত ওয়েবসাইট'র উন্নয়ন করার সাথে জড়িত আহবায়ক জনাব ড. ফয়সাল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব জনাব হাসান মাহমুদ রিয়াদ সহ উপ-কমিটির অন্যান্য সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ক্রমান্বয়ে কার্গিলিয়ানদের ওয়েবসাইটকে আরো তথ্যবহুল ও সমৃদ্ধ করার জন্য পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ

মোঃ সাইফুর রহমান লিংকন

সাধারণ সম্পাদক

secretary@kargilian.org

নোটিশ
Apr

15

  • 19:00
  • মাতৃভুমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার

১৫ এপ্রিল, ২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির ৮ম সভা আগামী ১৫ এপ্রিল, ২০২৫ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ০৭-০০ ঘটিকায় মাতৃভুমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার (বিশ্ব রোড), চট্রগ্রাম এ অনুষ্ঠিত হবে। উক্ত গুরুত্বপূর্ণ এই সভায় কার্যনির্বাহী কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। সভার আলোচ্য বিষয়সমূহঃ- ------------------------------------ ০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং অনুমোদন। ০২। শোক প্রস্তাব প্রসংগে। ০৩। বনভোজন, ২০২৫ ( সন্দ্বীপ পর্ব )এর হিসাব উপস্থাপন প্রসংগে। ০৪। ইফতার ও দোয়া মাহফিল,২০২৫ এর হিসাব উপস্থাপন প্রসংগে। ০৫। নির্বাচন কমিশন গঠন প্রসংগে। ০৬। বিবিধ। অনুরোধক্রমে, মোঃ সুজাউদ্দৌলা (সুজন) সাধারণ সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

Mar

07

  • 17:00
  • মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়,চট্টগ্রাম।

কার্গিল_ইফতার_ও_দোয়া_মাহফিল_২০২৫

প্রিয় কার্গিলিয়ান, আসসালামু আলাইকুম, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকল দাতা সদস্য, আজীবন সদস্য ও কার্গিলিয়ান ভাই-বোনদেরকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। তারিখ: ৭ মার্চ ২০২৫ ইংরেজি, ৬ রমজান ১৪৪৬ হিজরি, রোজ শুক্রবার। স্থান: মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড মোড়,চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন: প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলম, সভাপতি, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। ধন্যবাদান্তে, মো: সুজাউদ্দৌলা সুজন সাধারণ সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। ----------------------------------------------------------------------- প্রচারেঃ মোঃ আবদুল হালিম নাসির প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

Jan

25

  • 08:30

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২)

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২) ============================= আল্লাহর রহমতে কার্গিল বনভোজন সন্দ্বীপ পর্বের সব আয়োজন সুসম্পন্ন হয়েছে। ★ স্থান- স্কুল ক্যাম্পাস ★ তারিখ- ২৫ জানুয়ারি ২০২৫ ইং ★ আয়োজনে থাকবে:- ১। প্রাক্তন কার্গিলিয়ান ও পরিষদের দাতা সদস্য জনাব মো: শওকত তালুকদার মিল্টন এর পৃষ্ঠপোষকতায় হোসনে আরা-আবদুল মালেক তালুকদার মেধা বৃত্তি ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। ২। কার্গিল ব্যাচ ১৯৯১ এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান। ৩। প্রাক্তন কার্গিলিয়ান (ব্যাচ-২০০০) ডা: আকবর হোসেন এর সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪। প্রাক্তন কার্গিলিয়ান জনাব লিয়াকত আলী চৌধুরীর সৌজন্যে ক্রিড়া ইভেন্টের পুরস্কার। ★ বনভোজন আয়োজনের সময় সূচী ও বিভিন্ন ইভেন্টের দায়িত্ব প্রাপ্তদের তালিকা। ★বি: দ্র:-- আপনাদেরকে সকাল ৮.৩০ মিনিটের মধ্যে স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদান্তে মো: সাইফুর রহমান লিংকন। প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সাধারণ সম্পাদক। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ