সম্প্রতিক খবর

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ৩য় সভা পরিষদের সভা

বিস্তারিত

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা :
===================================
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের (২০২৫-২০২৭) কার্যকরী পরিষদের ৩য় সভা ১৭ই ডিসেম্বর ২০২৫ বুধবার হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়‌ ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিম নাসির।

১ নং আলোচ্য সুচি :
কমিটির বিগত সভার পর অদ্য পর্যন্ত যেসব কার্গিলিয়ান ও কার্গিল পরিজন মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব আনা হয়। যাদের জন্য শোক প্রস্তাব আনা হয় তারা হলেন :
(১) পরিষদের সাবেক কার্যকরী কমিটির সদস্য আলামিন (ব্যাচ ১৯৯০) এর বড় ভাই সন্দ্বীপ টাউনের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুর রহমান ।
(২) পরিষদের দাতা সদস্য রুহুল আমিন (ব্যাচ ১৯৮৭) এর মমতাময়ী মাতা।
(৩) কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রহমতপুর শাকের পাটোয়ারী বাড়ির মোঃ সোহাগ  (ব্যাচ ১৯৮৩)।
(৪) কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রী ফারহানা আকতার নিপার (ব্যাচ ১৯৯০) পিতা সন্দ্বীপ টাউনের বিশিষ্টজন মাউদ মোস্তফা ছুটলু।
মৃত কার্গিলিয়ান ও কার্গিল পরিজনের রুহের মাগফিরাত কামনায় ও প্রাক্তন কার্গিলিয়ান বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক (বার্তা) মাইনুদ্দিন এর রোগ মুক্তির জন্য দোয়া প্ররিচালনা করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আবু তাহের।

২ নংআলোচ্য সুচি :
সভায় সাধারণ সম্পাদক গত সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য  উপস্থাপন করেন এবং তা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

৩ নং আলোচ্য সুচি : 
২৩ তম বার্ষিক বনভোজন ও মিলনমেলার আয়োজনের সার্বিক দিক সমূহ সভায় আয়োজক কমিটির আহবায়ক জনাব মোঃ সাইফুর রহমান লিংকন ও সদস্য সচিব জনাব মুজিবুর রহমান জাহিদ সভায় তুলে ধরেন এবং বনভোজন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। বনভোজনকে অংশগ্রহণমূলক ও আনন্দময় করার জন্য আয়োজক কমিটির পরিকল্পনা সমুহ সভায় উপস্থাপন করেন।
বিবিধ আলোচনায় সাধারণ সম্পাদক গত সভার সিদ্ধান্ত মোতাবেক স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রী বৃদ্ধির জন্য সন্দ্বীপে সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলের আশেপাশের এলাকায় ব্যানার লাগানো, স্কুল ও পৌরসভা এলাকার ভেতরে মাইকিং ও স্থানীয় মসজিদে শুক্রবারে ঘোষণা ও লিফলেট বিতরণের কার্যক্রম সভায় উপস্থাপন করেন। এই কাজে সহযোগিতা করার জন্য পরিষদের সদস্য মোঃ শাহাদাত হোসাইন, প্রাক্তন কার্গিলিয়ান মনিরুল মাওলা সুজন (ব্যাচ ৯১), মোঃ বেলাল (ব্যাচ ৯৩), মোঃ সুজন (ব্যাচ ২০১৪) কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভাপতির পরামর্শক্রমে সভায় ১৯৯৯ সাল থেকে পরিষদের ২০২৩-২০২৫ সেশন পর্যন্ত কমিটির আহবায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদানের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্গিলের যে সব ছাত্র ছাত্রী দেশ বিদেশে নিজ নিজ পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে সংবর্ধিত করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন :
আবদুল হাই খান - আহবায়ক 
নিজাম উদ্দিন রেজভী - সদস্য 
মোশাররফ হোসাইন - সদস্য 
রুহুল মহিদ চৌধুরী পিন্টু - সদস্য 
প্রফেসর ডঃ মোঃ আবদুর রহিম - সদস্য 
কানিজ ফারহানা সুমি - সদস্য 
আলী আহসান মিন্টু - সদস্য

সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি আগামী ২৭ তারিখের কার্গিল বনভোজন নিয়ে প্রচার প্রচারণা করার জন্য সবাইকে আহবান জানান এবং উৎসব মুখর বনভোজনে সকল কার্গিলিয়ানদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

কার্গিল সরকারি উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে -
আবদুল হালিম নাসির,
প্রচার ও প্রকাশনা সম্পাদক।