

১৫ এপ্রিল, ২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তি
15 Apr 2025
২১তম কার্গিল বনভোজন, ২০২৪
অনুষ্ঠান সূচি
সম্মানীত কার্গিলিয়ান বৃন্দ,
আসসালামু আলাইকুম,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আগামী ২৬শে জানুয়ারি ২০২৪ ইং, রোজ জুমাবার ২১তম "কার্গিল বনভোজন ও মিলন মেলা" চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন "ঠান্ডাছড়ি রিসোর্ট ( ফতেহাবাদ, হাটহাজারী লিংক রোড়, চট্টগ্রাম) এ অনুষ্ঠিত হতে চলেছে। এই মিলন মেলায় সকল প্রাক্তন কার্গিলিয়ান ভাই-বোনদেরকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
বনভোজনে যোগদানের নিমিত্তে রেজিষ্ট্রেশন বা নাম তালিকাভূক্তকরণ ১০/০১/২০২৪ ইং হতে শুরু হয়েছে। তালিকাভূক্তির জন্য গঠিত বনভোজন উপ-কমিটির সদস্যের সাথে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের সুবিধার্থে উপ-কমিটির সদস্যদের নাম ও মোবাইল নম্বর নিম্নে প্রদান করা হলোঃ
১। আহবায়কঃ- জনাব আকতার জামান শাহীন, মোবাঃ ০১৭৮৬০০০৬৬৬
২। সদস্য সচিবঃ- জনাব মোঃ আলতাফ হোসেন, মোবাঃ ০১৭১১৯৭১৫৯৫ (নীচে ঠিকানা লিপিবদ্ধ আছে)।
৩। অর্থ সচিবঃ- জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন, মোবাঃ ০১৭১৫-৩২২৬২১
৪!সদস্যঃ জনাব মোঃআলী, মোবাঃ ০১৮১৯ ৬০৩৬২৯
৫! সদস্যঃ- জনাব মোঃ সাখাওয়াত হোসেন নাসির মোবাঃ ০১৫৫৮ ১২০৪০৯
৬। সদস্যঃ- জনাব মোহাম্মদ আবদুল হালিম নাসির, মোবাঃ ০১৭১৭ ০৯০১০২
৭। সদস্যঃ- জনাব শামীম বাহার দিলদার, মোবাঃ ০১৬১১ ৪২৮৭৩৭
বিঃদ্রঃ---সরাসরি যোগাযোগের সহজ স্থানঃ
জনাব মোঃ আলতাফ হোসেন
সদস্য সচিব
বনভোজন উপ-কমিটি
ও
যুগ্ম - সাধারণ সম্পাদক
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ
প্রযত্নে - মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়া বাজার, বিশ্বরোড, হালিশহর, চট্টগ্রাম।
ধন্যবাদান্তে,
মোঃ সুজাউদ্দৌলা( সুজন)
সাধারণ সম্পাদক।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। মোবাঃ ০১৮১৯ ৬৩৮৩০৬