
১৫ এপ্রিল, ২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তি
15 Apr 2025
কার্গিল_ইফতার_ও_দোয়া_মাহফিল_২০২৫
07 Mar 2025
২১তম কার্গিল বনভোজন, ২০২৪
অনুষ্ঠান সূচি
সম্মানীত কার্গিলিয়ান বৃন্দ,
আসসালামু আলাইকুম,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আগামী ২৬শে জানুয়ারি ২০২৪ ইং, রোজ জুমাবার ২১তম "কার্গিল বনভোজন ও মিলন মেলা" চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন "ঠান্ডাছড়ি রিসোর্ট ( ফতেহাবাদ, হাটহাজারী লিংক রোড়, চট্টগ্রাম) এ অনুষ্ঠিত হতে চলেছে। এই মিলন মেলায় সকল প্রাক্তন কার্গিলিয়ান ভাই-বোনদেরকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
বনভোজনে যোগদানের নিমিত্তে রেজিষ্ট্রেশন বা নাম তালিকাভূক্তকরণ ১০/০১/২০২৪ ইং হতে শুরু হয়েছে। তালিকাভূক্তির জন্য গঠিত বনভোজন উপ-কমিটির সদস্যের সাথে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের সুবিধার্থে উপ-কমিটির সদস্যদের নাম ও মোবাইল নম্বর নিম্নে প্রদান করা হলোঃ
১। আহবায়কঃ- জনাব আকতার জামান শাহীন, মোবাঃ ০১৭৮৬০০০৬৬৬
২। সদস্য সচিবঃ- জনাব মোঃ আলতাফ হোসেন, মোবাঃ ০১৭১১৯৭১৫৯৫ (নীচে ঠিকানা লিপিবদ্ধ আছে)।
৩। অর্থ সচিবঃ- জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন, মোবাঃ ০১৭১৫-৩২২৬২১
৪!সদস্যঃ জনাব মোঃআলী, মোবাঃ ০১৮১৯ ৬০৩৬২৯
৫! সদস্যঃ- জনাব মোঃ সাখাওয়াত হোসেন নাসির মোবাঃ ০১৫৫৮ ১২০৪০৯
৬। সদস্যঃ- জনাব মোহাম্মদ আবদুল হালিম নাসির, মোবাঃ ০১৭১৭ ০৯০১০২
৭। সদস্যঃ- জনাব শামীম বাহার দিলদার, মোবাঃ ০১৬১১ ৪২৮৭৩৭
বিঃদ্রঃ---সরাসরি যোগাযোগের সহজ স্থানঃ
জনাব মোঃ আলতাফ হোসেন
সদস্য সচিব
বনভোজন উপ-কমিটি
ও
যুগ্ম - সাধারণ সম্পাদক
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ
প্রযত্নে - মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়া বাজার, বিশ্বরোড, হালিশহর, চট্টগ্রাম।
ধন্যবাদান্তে,
মোঃ সুজাউদ্দৌলা( সুজন)
সাধারণ সম্পাদক।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। মোবাঃ ০১৮১৯ ৬৩৮৩০৬