আমাদের নোটিশ

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২)

কার্গিল বনভোজন-২০২৫ (সন্দ্বীপ পর্ব-২) ============================= আল্লাহর রহমতে কার্গিল বনভোজন সন্দ্বীপ পর্বের সব আয়োজন সুসম্পন্ন হয়েছে। ★ স্থান- স্কুল ক্যাম্পাস ★ তারিখ- ২৫ জানুয়ারি ২০২৫ ইং ★ আয়োজনে থাকবে:- ১। প্রাক্তন কার্গিলিয়ান ও পরিষদের দাতা সদস্য জনাব মো: শওকত তালুকদার মিল্টন এর পৃষ্ঠপোষকতায় হোসনে আরা-আবদুল মালেক তালুকদার মেধা বৃত্তি ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। ২। কার্গিল ব্যাচ ১৯৯১ এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান। ৩। প্রাক্তন কার্গিলিয়ান (ব্যাচ-২০০০) ডা: আকবর হোসেন এর সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪। প্রাক্তন কার্গিলিয়ান জনাব লিয়াকত আলী চৌধুরীর সৌজন্যে ক্রিড়া ইভেন্টের পুরস্কার। ★ বনভোজন আয়োজনের সময় সূচী ও বিভিন্ন ইভেন্টের দায়িত্ব প্রাপ্তদের তালিকা। ★বি: দ্র:-- আপনাদেরকে সকাল ৮.৩০ মিনিটের মধ্যে স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদান্তে মো: সাইফুর রহমান লিংকন। প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সাধারণ সম্পাদক। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ

অনুষ্ঠান সূচি

অনুষ্ঠানের ঠিকানা