আমাদের নোটিশ

দোয়া কামনা

অনুষ্ঠান সূচি


বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন,সন্দ্বীপের কৃতি সন্তান, প্রাক্তন কার্গিলিয়ান ,কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় ডা. মোহাম্মদ কামরুল ইসলাম শেলি (পিতা মরহুম ডাক্তার ফখরুল ইসলাম) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে ICU তে  চিকিৎসাধীন আছেন। বর্তমানে উনার অবস্থা সংকটাপন্ন।     পরিষদের পক্ষ হতে আমরা  আল্লাহর দরবারে প্রার্থনা করছি/করবেন, আল্লাহ যেন ডা. কামরুল ইসলাম শেলি ভাইকে দ্রুত সুস্থতা  দান করেন -আমিন।।
৷  পরিবারের পক্ষ থেকে উনার বড় ভাই প্রফেসর ডা. মনজুরুল ইসলাম ভাই, ডা. কামরুল ইসলাম শেলির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

                 দোয়া প্রার্থনায়,
    প্রফেসর ডা: মনিরুল আলম  
                সভাপতি
                      ও
       মোঃ সুজাউদ্দৌলা সুজন
            সাধারণ সম্পাদক 
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ।

অনুষ্ঠানের ঠিকানা