কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত “কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে কার্গিল পরিষদ নিয়ম নীতি ও গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে।
মানুষ সামাজিক জীব এবং নিয়ম শৃঙ্খলা ছাড়া সমাজ জীবনে ও রাষ্ট্রীয় জীবনে উন্নতি লাভ করতে পারে না। আর এ উন্নতির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। সমাজের উন্নয়ন ঘটলে জাতির উন্নয়ন ঘটে। কার্গিল পরিষদের মূল উদ্দেশ্য হল, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে পারষ্পরিক যোগাযোগ, সম্প্রীতি, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান, অধ্যয়নরত ছাত্র-ছাত্রী দের পড়ালেখায় উৎসাহ প্রদান, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে চিকিৎসা সহায়তা, অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও মেধা বৃত্তি প্রদান, বার্ষিক মিলন মেলা ও বনভোজন, ইফতার ও দোয়া মাহফিল এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। কার্গিল পরিষদের মূল ভিত্তি হবে শান্তি শৃঙ্খলা রক্ষা, সেবা, দেশের প্রতি আনুগত্য এবং স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখা। কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ই সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঐক্যের প্রতিক।

প্রাক্তন কার্গিলিয়ানদের মধ্যে থেকে যে কেউ দাতা ও আজীবন সদস্য হতে পারবেন।

"ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়”এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কার্গিল পরিষদ সন্দ্বীপের অন্যতম শিক্ষা ও সামাজিক সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন কার্গিলিয়ানরা কার্গিল পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ। কার্গিল পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

ডাঃ মোঃ দেলওয়ার হোসেন

সভাপতি

president@kargilian.org

১৯০২ সালে প্রতিষ্ঠিত কার্গিল হাই স্কুল সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কালে কালে সব বাধা কাটিয়ে জন্ম দিয়েছে অনেক মেধাবি ছাত্র-ছাত্রী। কার্গিল পরিষদ সন্দ্বীপে অন্যান্য সামাজিক সংগঠন গুলোর চেয়েও অনেক মর্যাদার স্থানে অবস্থান করছে।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের বহুল কাঙ্ক্ষিত ওয়েবসাইট'র উন্নয়ন করার সাথে জড়িত আহবায়ক জনাব ড. ফয়সাল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব জনাব হাসান মাহমুদ রিয়াদ সহ উপ-কমিটির অন্যান্য সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ক্রমান্বয়ে কার্গিলিয়ানদের ওয়েবসাইটকে আরো তথ্যবহুল ও সমৃদ্ধ করার জন্য পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ

মোঃ সাইফুর রহমান লিংকন

সাধারণ সম্পাদক

secretary@kargilian.org

নোটিশ
Jan

24

  • 19:05
  • মাতৃভূমি কমিউনিটি সেন্টার, পি.সি রোড, পাহাড়তলি, চট্টগ্রাম

৪র্থ সভার বিজ্ঞপ্তি

Nov

12

  • 19:00

যৌথ সভার সিদ্ধান্ত

যৌথ সভার সিদ্ধান্ত

Nov

12

  • 18:45
  • কোয়ার্টার টাউন রেস্টুরেন্ট, জি ব্লক, পিসি রোড, চট্টগ্রাম

যৌথ সভার বিজ্ঞপ্তি