২৩_তম_কার্গিল_বনভোজন
27 Dec 2025
শোকবার্তা
29 Oct 2025
বিস্তারিত
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আজীবন সদস্য ক্যাপ্টেন শাখাওয়াত উল্লাহ রুবেল (ব্যাচ - ৮৩) ও প্রাক্তন কার্গিলিয়ান ফারহানা আক্তার নিপা (ব্যাচ - ১৯৮৯) এর মমতাময়ী মা মোসাম্মৎ শামসুন্নাহার আজ ভোরে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য মরহুমা সন্দ্বীপ টাউনের বিশিষ্টজন মরহুম টিআইএম নুরনবী প্রকাশ মানিক কন্টাক্টরের সহধর্মিণী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিষদের পক্ষ হতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে -
আবদুল হালিম নাসির,
প্রচার ও প্রকাশনা সম্পাদক।