
শোকবার্তা
19 Oct 2025
শোকবার্তা
21 Sep 2025
বিস্তারিত
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নবগঠিত কমিটির (২০২৫-২০২৭) ১ম সভা ১৩.০৯.২০২৫ শনিবার সন্ধ্যা ৭-৩০ টায় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় মাতৃভূমি কমিউনিটি সেন্টার, হালিশহর, চট্টগ্রাম - এ অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ নিজাম উদ্দিন রেজভী।
১ নং আলোচ্য সুচি :
সভায় নিম্নলিখিত ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয় :
ক) প্রাক্তন কার্গিলিয়ান যুক্তরাষ্ট্র প্রবাসী আজিমপুর নিবাসী জনাব মোঃ জসিম উদ্দিন (ব্যাচ - ১৯৭৩),
মৃত্যু : ২৭/০৮/২০২৫ ইং
খ) আজীবন সদস্য সুরমা আকতার (ব্যাচ - ১৯৮৩) এবং প্রাক্তন কার্গিলিয়ান আশ্রাফ উল্লাহ মজনুর (ব্যাচ - ১৯৮২) মাতা রাহেলা বেগম, মৃত্যু : ০৮/০৯/২০২৫ ইং।
গ) আজীবন সদস্য মোহাম্মদ শাহজাহান (ব্যাচ - ১৯৬৩), মৃত্যু - ১৩/০৯/২০২৫ ইং
উক্ত মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পরিষদের সহসভাপতি জনাব মোঃ আবদুল হাই খান।
২ নং আলোচ্য সুচি :
পরিচয় পর্বে নবগঠিত কমিটির সদস্যগণ সংক্ষেপে নিজ নিজ পরিচিতি পেশ করেন। পরিচয় পর্বের শেষান্তে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে পরিষদের জন্য উদারচিত্তে কাজ করার আহবান জানান।
৩ নং আলোচ্য সুচি :
বিগত কমিটির প্রদানকৃত হিসাবসংক্রান্ত তথ্যাদি সাধারণ সম্পাদক সভাকে অবহিত করেন। সভায় বিগত কমিটির লিখিত হিসাব বিবরণী রেজুলেশন খাতায় পেষ্ট করে লিপিবদ্ধ করে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪ ,৫ ও ৯ নং আলোচ্য সুচি :
সভাপতির বিশেষ অনুরোধে ৪ ,৫ ও ৯ নং আলোচ্য সুচি এক সাথে আলোচনা করার সিদ্ধান্ত হয়।
গঠনতন্ত্রের ধারা ১১এর (ঘ) অনুযায়ী অর্থ সম্পাদক পদ হতে জনাব মোঃ আনোয়ার হোসেন মিলন ও সদস্য পদ হতে ডাঃ দেলওয়ার হোসেনের পদত্যাগ পত্র আলাপ আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ধারা ৮ এর ৩(ক) মোতাবেক সর্বসম্মতিক্রমে নতুন ৬(ছয়) জন সদস্য অন্তর্ভুক্ত করা হয় এবং ধারা ১১ এর (ঘ) অনুযায়ী পদ শূন্য হলে (ঙ) ধারা বলে শূন্য পদ পূরণ এবং সদ্য গঠিত কমিটির সদস্য জনাব আতিকুর রহমান কে অর্থ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।
সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত সদস্যগণ :
১) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (ব্যাচ -১৯৭৫)
২) মোহাম্মদ আবু তাহের (ব্যাচ -১৯৭৭)
৩) মোহাম্মদ মোশাররফ হোসাইন (ব্যাচ -১৯৮৩)
৪) প্রফেসর ড.মোহাম্মদ আবদুর রহিম (ব্যাচ -১৯৮৬)
৫) ডাঃ সাইফুল আজম (সাজ্জাদ) (ব্যাচ -১৯৮৭)
৬) মোঃ সফিকোল হায়দার (ফয়সাল) (ব্যাচ -১৯৯১)
৭) মোহাম্মদ সাহাদাত হোসাইন (ব্যাচ -১৯৯২)
৮) অনিক প্রসাদ রায় শুভ (ব্যাচ -২০০৮)
গঠন্তন্ত্রের ৮ এর ২(ক) অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৭ (সাত) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ :
১. সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন স্যার (ব্যাচ-১৯৫৩)
২. ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি (ব্যাচ -১৯৬৭)
৩. ডাঃ মোঃ দেলওয়ার হোসেন (ব্যাচ - ১৯৭৫)
৪. ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম (ব্যাচ - ১৯৭৬)
৫.কানাই চক্রবর্ত্তী (ব্যাচ - ১৯৭৭)
৬. এডভোকেট এম এ বারী (ব্যাচ -১৯৭৮)
৭. মোহাম্মদ আবদুল মতিন (ব্যাচ- ১৯৯৩)
৬ নং আলোচ্য সুচি :
কার্যনির্বাহী কমিটির মাসিক চাঁদা পূর্বের ন্যায় =১০০/= টাকা বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।
৭ নং আলোচ্য সুচি :
পরিষদের ব্যাংক হিসাব (ন্যাশানাল ব্যাংক পিএলসি হালিশহর শাখা,হিসাব নং ১১৩৭০০২২৬০৭৪৪ ও পূবালী ব্যাংক পিএলসি হালিশহর শাখা, হিসাব নং ৩৯১১১০১০৬৯৫৬১) গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
নিম্নে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এর নাম উল্লেখ করা হলো।
সভাপতি : প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলম।
সাধারণ সম্পাদক : মোঃ আলতাফ হোসেন
অর্থ সম্পাদক : মোঃ আতিকুর রহমান ।
৮ নং আলোচ্য সুচি :
পরিষদ কর্তৃক স্কুলে পাঠদানের জন্য নিয়োগকৃত ২ জন খন্ডকালীন শিক্ষকের সম্মানী ভাতা পূর্বের ন্যায় পরিষদ বহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান জাহিদ জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর ২০২৫ইং (=২৭০০০/=টাকা), সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আবু ইউসুফ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ২০২৫ ইং (=২৭০০০/=টাকা) এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব হাসান মাহমুদ রিয়াদ জানুয়ারি, ফ্রেব্রুয়ারি, মার্চ ২০২৬ ইং পর্যন্ত (=২৭০০০/= টাকা ) দেয়ার ইচ্ছা প্রকাশ করলে, পরিষদ ধন্যবাদের সাথে তাদের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন।
বিবিধ আলোচনায় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ নিজাম উদ্দিন রেজভী স্কুলের শিক্ষার মান বাড়াতে পদক্ষেপ নেয়ার জন্য এবং ২০২৬ সালের এসএসসি পরিক্ষার জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের মান উন্নয়নে কোচিংয়ের ব্যবস্থা করার সুপারিশ করেন।
বিবিধ আলোচনায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন সর্বজনাব সহসভাপতি মোঃ সাইফুর রহমান লিংকন, সহসভাপতি মোঃ আবদুল হাই খান, সহসভাপতি মোঃ মোশারফ হোসেন দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক এডভোকেট মশিউল আলম শিবলী।
সভাপতি উক্ত আলোচনার প্রেক্ষিতে এই মর্মে সিদ্ধান্ত প্রদান করেন, পরিষদের একটি টিম আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্কুল পরিদর্শন করবেন এবং স্কুলের প্রধান শিক্ষকের সাথে সার্বিক সকল বিষয় নিয়ে মতবিনিময় করবেন এবং তা পরবর্তী সভায় উপস্থাপিত করবেন এবং সেই মোতাবেক পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আর বিশেষ কোনো আলোচনা না থাকায় সভাপতি সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষে -
আবদুল হালিম নাসির,
প্রচার ও প্রকাশনা সম্পাদক।