
কার্গিল_পরিষদের_নবগঠিত_কমিটির_দায়িত্ব_গ্রহণ
03 Sep 2025
২৪ জুলাই,২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তিঃ
24 Jul 2025
বিস্তারিত
আসসালামু আলাইকুম।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির ৯বম সভা আগামী ২৪ জুলাই, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭-০০ ঘটিকায় মাতৃভুমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার (বিশ্ব রোড), চট্রগ্রাম এ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
# সভার আলোচ্য বিষয়সমূহঃ-
--------------------------------
০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং অনুমোদন।
০২। শোক প্রস্তাব প্রসংগে।
০৩। দ্বি-বার্ষিক সাধারণ সভায় পেশ করণের লক্ষ্যে প্রস্তুতকৃত সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুমোদন প্রসংঙ্গে।
০৪। দ্বি-বার্ষিক সাধারণ সভায় পেশ করণের লক্ষ্যে প্রস্তুতকৃত অর্থ সম্পাদকের আর্থিক প্রতিবেদন অনুমোদন প্রসংগে।
০৫। দ্বি-বার্ষিক সাধারণ সভার তারিখ ও ভ্যানু নির্ধারণ প্রসংগে।
০৬। বিবিধ।
অনুরোধক্রমে,
মোঃ সুজাউদ্দৌলা (সুজন)
সাধারণ সম্পাদক,
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।