
কার্গিল_পরিষদের_নবগঠিত_কমিটির_দায়িত্ব_গ্রহণ
03 Sep 2025
২৪ জুলাই,২০২৫ ইং তারিখের সভার বিজ্ঞপ্তিঃ
24 Jul 2025
বিস্তারিত
-------------------------- কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর কার্যনির্বাহী কমিটির গত ১৫/০৪/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ৮ম সভার ৬(ক) নং সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালে বিলিযোগ্য মেধা বৃত্তি ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের আর্থিক সহযোগিতা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে অবিলিকৃত বৃত্তি ও সহযোগিতা ভূতাপেক্ষভাবে প্রদানের লক্ষ্যে গত ১৯/০৭/২০২৫ ইং রোজ শনিবার সকাল ১০-০০ ঘটিকায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর পক্ষ হতে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ এর সম্মানিত সভাপতি প্রফেসর ডা: মো: মনিরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: সুজাউদ্দৌলা সুজন। শিক্ষকদের পক্ষ হতে উপদেশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জনাব বিষ্ণু পদ রায়, পরিষদের পক্ষে বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন মিলন, মনিরুল মাওলা সুজন ও শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কার্গিলিয়ান আজিজ, সম্মানিত শিক্ষক আজগর আলী, শিক্ষক মো: রুবেল,শিক্ষক মো: নুরছাপা ও অনেক ছাত্র ছাত্রীবৃন্দ।
স্বতঃস্ফূর্ত ভাবে বৃত্তি ও সহযোগিতা ছাত্র ছাত্রীদের হাতে সরাসরি তুলে দেওয়া হয়। অতঃপর সভাপতি সাহেব সমাপনী বক্তব্যান্তে সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।