বিস্তারিত
#কার্গিল ছাত্র-ছাত্রী পরিষদের সভা :
==========================
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা গত ৩০ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সন্ধ্যা ৭-০০টায় পরিষদের সহসভাপতি রুহুল মুহিদ চৌধুরী পিন্টু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদক জনাব মোঃ সুজাউদ্দৌলা (সুজন) এর সঞ্চালনায় মাতৃভূমি কমিউনিটি সেন্টার, নয়াবাজার বিশ্বরোড, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা আরম্ভ হয়। তেলাওয়াত করেন পরিষদের সদস্য জনাব মোঃ জহিরুল ইসলাম।
সভার কার্যাবলী :
============
০১। বিগত সভার কার্যাবলী পাঠ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
০২। সভায় নিম্নলিখিত ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় :
ক) কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর প্রাক্তন সদস্য জনাব দিল আফরোজ নিপা এর স্বামী জনাব ওবায়দুল করিম মুকুল (মৃত্যু : ২০.০৪.২০২৪)
খ) প্রাক্তন কার্গিলিয়ান ইঞ্জিনিয়ার রেফাতুল ইসলাম রানা, ব্যাচ - ১৯৮৬ (মৃত্যু : ০৫.০৫.২০২৪)
গ) প্রাক্তন কার্গিলিয়ান জনাব হায়দার আবেদীন,ব্যাচ - ১৯৮৮ (মৃত্যু : ১৭.০৫. ২০২৪)
ঘ) প্রাক্তন কার্গিলিয়ান জনাব আমিন রসুল, ব্যাচ - ১৯৯৬ (মৃত্যু : ২০.০৫.২০২৪)
ঙ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর আজীবন সদস্য জনাব ইফতেখার উদ্দিন শহিদ, ব্যাচ -১৯৬৮ (মৃত্যু : ২৭.০৫.২০২৪)
চ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর আজীবন সদস্য এডভোকেট আবদুল হামিদ, ব্যাচ - ১৯৭৫ (মৃত্যু : ৩০.০৬.২০২৪)
ছ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর প্রাক্তন অর্থ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মনির এর শ্বাশুড়ি জনাব মনোয়ারা বেগম (মৃত্যু : ০৫.০৮.২০২৪)
জ) প্রাক্তন কার্গিলিয়ান জনাব মুজতবা আলী (সোহেল), ব্যাচ - ১৯৮৭ (মৃত্যু : ২৬.০৮.২০২৪)
ঝ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সহ-সভাপতি ড. ফয়সাল ইসলাম চৌধুরী'র শ্বশুর জনাব মোহাম্মদ রফিক উদ্দিন ভূঁইয়া (মৃত্যু : ১০.০৯.২০২৪)
ঞ) কার্গিল হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা মৌলভী বশির উল্লাহ (সাব-রেজিস্টার) এর নাতি জনাব মাহবুব-ই-ইলাহী চৌধুরী দুলাল (মৃত্যু : ১৮.০৯.২০২৪)
ট) প্রাক্তন কার্গিলিয়ান জনাব ওমর ফারুক, ব্যাচ - ১৯৮৩ (মৃত্যু : ২৮.০৯.২০২৪)
ঠ) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর দপ্তর সম্পাদক এডভোকেট এস.এম. মশিউল আলম শিবলী এর পিতা এবং প্রাক্তন কার্গিলিয়ান জনাব এস.এম. শফিকুল আলম, ব্যাচ -১৯৭৩ (মৃত্যু ২১.১০.২০২৪)
এছাড়া পরিষদের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী সুস্থ হয়ে বাসায় ফেরায় আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে সম্পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়। সেই সাথে অন্যান্য অসুস্থ কার্গিলিয়ানের জন্য দোয়া করা হয়। মৃতদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের জন্য সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, পরিষদের প্রচার সম্পাদক জনাব আবদুল হালিম নাসির।
০৩। কার্গিল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মিলন। সভায় পেশকৃত হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
০৪। চট্টগ্রাম ও সন্দ্বীপে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম ও সন্দ্বীপ পর্ব সুন্দর ও সুচারুরূপে পরিচালনার জন্য পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রামে জানুয়ারী মাসের প্রথম দিকে এবং সন্দ্বীপ পর্ব জানুয়ারী মাসের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে মর্মে সিদ্ধান্ত হয়।
বনভোজন চট্টগ্রাম পর্ব পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
কমিটি নিম্নরূপ :
১) মো: সাইফুর রহমান লিংকন - আহবায়ক
২) মো: আলতাফ হোসেন - সদস্য সচিব
৩) আনোয়ার হোসেন মিলন - অর্থ সচিব
৪) রুহুল মুহিদ চৌধুরী পিন্টু - সদস্য
৫) মোশারফ হোসেন দিদার - সদস্য
৬) মুজিবুর রহমান জাহিদ - সদস্য
৭) আবদুল হালিম নাসির - সদস্য
সন্দ্বীপ পর্ব পরিচালনার জন্য আহবায়ক কমিটি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠন পর্যন্ত সমন্বয় করার জন্য মো: সাহাদাত হোসেন কে দায়িত্ব প্রদান করা হয়।
০৫। কার্গিল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর নামে পূবালী ব্যাংকে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়।
০৬। বিবিধ আলোচনায় নিম্নলিখিত বিষয়গুলো আলোচিত হয় :
ক) পরিষদকে রেজিষ্ট্রেশনভুক্ত করার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
খ) স্কুল গেটের জন্য জনাব মোঃ শাখাওয়াত হোসেন (ব্যাচ - ৯৮) এর অনুদানের ১০০০০/- টাকা ফেরত দানের সিদ্ধান্ত হয়।
গ) বিভিন্ন প্রকারের সদস্য যেমন- দাতা ও আজীন সদস্য বৃদ্ধির ব্যাপরে প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত হয়।
ঘ) মেধা বৃত্তি ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের অনুদান বনভোজন সন্দ্বীপ পর্বে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঙ) স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার বাড়ানোর ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সাথে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েকজন মিলে আলোচনার সিদ্ধান্ত হয়।
আর কোন আলোচনা না থাকায় উপরোক্ত বিষয় সমূহের উপর আলোচনা শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।
ধন্যবাদান্তে
প্রফেসর ডা. মোঃ মনিরুল আলম
সভাপতি
এবং
মোঃ সুজাউদ্দৌলা সুজন
সাধারণ সম্পাদক
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।